Dollar Endoursement

বিদেশে যাবার সময়, আপনাকে US Dollar নিয়ে যেতে হবে. যে পরিমান নিয়ে যাবেন, তা আপনার Passport-এ লিখিত নিয়ে যেতে হবে, একে বলে Dollar Endorse. আসুন জেনে নেই কখন আপনাকে endorse করতে হবে?

When you will endorse dollar

যখনই আপনি বাংলাদেশের বাইরে বেড়াতে যাবেন, প্রতিবার আপনাকে endorse করতে হবে, এটাই হলো নিয়ম। আর এই নিয়ম যাদের পাসপোর্ট আছে তাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এমনকি শিশুদের ক্ষেত্রেও। 
অনেকেই প্রশ্ন করেন ভিসা হয়ে গেছে endorse অনলাইন করতে হবে কিনা?
বাইরে গেলেই আপনাকে endorse করতে হবে। এটাই নিয়ম। তবে বেশিরভাগ দেশেই endorse চেক করে না। সেটা বুঝে আপনাকে যেতে হবে।

Dollar Endorsement Validity

আবার অনেকে মনে করেন endorse এর validity কত দিনের? Endorse এর কোন validity নাই। মনে করেন একবার ইন্ডিয়ার জন্য endorse করেছেন। ইন্ডিয়া যতদিন না যাবেন ততদিন পর্যন্ত এর validity থাকবে। 
কি পরিমাণ টাকা আপনি endorse করতে পারবেন?

Dollar endorsement limit in Bangladesh

একজন প্রাপ্তবয়স্ক একবছরে maximum ১২০০০ ডলার দেশের বাইরে নিতে পারবে। এরমধ্যে ৫০০০ ডলার সার্কভুক্ত দেশ ও মিয়ানমার এর জন্য এবং ৭০০০ ডলার সার্ক-এর বাইরে অন্য দেশের জন্য বরাদ্দ। 
একটা উদাহরন দেই তাহলে পরিস্কার হবে। ধরুন আপনি এই বছরে একবার ইন্ডিয়া গেলেন endorse করলেন ২০০০ ডলার। ইন্ডিয়া ঘুরে এলেন। এরপরের মাসে আপনি গেলেন নেপাল, এবার endorse করলেন ৩০০০ ডলার। এরপরের মাসে আপনি ভাবলেন ভূটান যাবেন। আপনার ৫০০০ ডলার endorse শেষ সুতরাং আপনি আর endorse করতে পারবেন না। এই বছরে আর ভূটান কেন, সার্কভুক্ত কোন দেশ আর মিয়ানমার যেতে পারবেন না। আবার আগামি বছর যেতে পারবেন । কিন্তু সার্ক এর বাইরে অন্য দেশে যেতে পারবেন। কারন সেখানে আপনার ৭০০০ এখনও বরাদ্দ আছে । আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নিচে কমেন্ট করতে পারেন। 
এমনটি খুব বেশি হয় না। যদি সত্যিই তাই হয় সার্ক এ যাওয়ার ৫০০০ লিমিট শেষ কিন্তু আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ ব্যাংক এর অনুমতি নিতে হবে।

শিশুদের (১২ বছরের কম) ডলার endorsement limit একজন প্রাপ্তবয়স্ক এর অর্ধেক। 

আর একটি গুরুত্বপূর্ণ কথা হল পৃথিবীর যে দেশেই যান একবার maximum ৫০০০ ডলার এর বেশি endorse করতে পারবেন না। 
মেডিকেল ভিসায় গেলে আপনার টাকা বেশি নেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি করবেন? মেডিকেল ভিসার ক্ষেত্রে ১০০০০ ডলার পর্যন্ত endorse করতে পারবেন। এর বেশি হলে আপনাকে বাংলাদেশ ব্যাংক এর অনুমতি নিতে হবে। 

অনেকেই বলেন সবচেয়ে কম কত ডলার endorse করা যাবে? সবচেয়ে কম ১৫০ ডলার endorse করতে হবে।

এখন কথা হল endorse কোথায় করবেন?

Where to endorse Dollar in Bangladesh

আপনি ব্যাংক অথবা Money Exchanger company থেকে ডলার Endorse করতে পারেন | প্রায় সব অনলাইন ব্যাংক endorse করে থাকে।

পার্থক্য হলো, Visa নেয়ার সময় যদি Bank statement এর পরিবর্তে Endorse Copy Submit করেন। এই Endorse অবশ্যই Bank থেকে করতে হবে | But Visa নেয়ার পর Bank অথবা Money Exchanger যেকোন জায়গা থেকে করতে পারবেন |

আমার Experience বলে যদি আপনার Passport-এ Visa থাকে তাহলে Bank থেকে Endorse না করে Money Exchanger থেকে করাই ভালো | আমার কিছু Practical Experience share করছি তাহলে সহজে বুঝতে পারবেন-

যে Bank-এ Endorse করবেন সেখানে অবশ্যই Account থাকতে হবে এবং Passport holder -কে নিজের আসতে হবে। Account না থাকলে আপনাকে Account করতে হবে । Account করতে একটা ভালো Charge কাটবে এবং সময় নষ্ট, এরপর আরো Charge দিতে হবে যা একেক Bank এ একেক রকম |

একটি উদাহরণ দিয়ে বুঝাই। এই উদাহরনটি ২০১৫ সালের শেষের দিকের কথা । এখন দাম কমবেশি হতে পারে। এটা শুধু আপনাকে বোঝানোর জন্য। 

১. Brac Bank: ডলার Endorse চার্জ ১৫৯ টাকা এবং Vat ২৪ টাকা। মানে আমাকে অতিরিক্ত ১৮৩ টাকা দিতে হবে। ডলার Rate ছিল তখন ৭৯.৮১ টাকা।

২. Dutch Bangla Bank: ডলার Endorse চার্জ ২০০ টাকা এবং Vat ৩০ টাকা। মানে আমাকে অতিরিক্ত ২৩০ টাকা দিতে হবে। ডলার Rate ছিল তখন ৮১ টাকা।

আমি ভাবলাম কেন extra টাকা ব্যাংক এ কেন দিব?  তখন আমি Money Exchanger এ গেলাম । চমৎকার ব্যাবহার, কিছুই প্রয়োজন নেই। ২০০ ডলার endorse করলাম কোন document ছাড়া। শুধু পাসপোর্ট দিতে হবে। যার পাসপোর্ট তাকে যেতে হবে না। ফি বর্তমানে ২০০ টাকা। আবার আপনি যদি বেশি করে ডলার কিনেন তাহলে ফ্রি করে দিতে পারে। ডলার তখন ছিল ৭৯.৬০ টাকা যা কিনা ব্যাংক এর চেয়েও বেশি ।
Endorse করলেই আপনাকে ডলার কিনতে হবে না। ইচ্ছা হলে কিনবেন নইলে না। 

অনেকে প্রশ্ন করেন ভিসা হয়ে গেছে endorse কোত্থেকে করবেন?
উত্তর হলঃ ব্যাংক অথবা Money Exchanger দুই জায়গা থেকেই করতে পারেন। আপনার যেটা সুবিধা মনে হয়। আমার কাছে Money Exchanger কেই সহজ মনে হয়। 


তবে একটা কথা অবশ্যই বলতে চাই বেশি ডলার কিনলে ব্যাংক থেকে অথবা ভাল কোন Money Exchanger থেকে কিনবেন। কারন নকল হতে সাবধান। কখনও Money Exchanger ডলার এর উপর ছোট সাইন দিয়ে দেয়, যদি নকল হয় ওরা change করে দিবে। আপনিও তাই করবেন। ওদের কাছ থেকে ডলার এর উপরে সাইন নিয়ে আসবেন। এতে যদি সাইন করা ডলার নকল হয় ওরা change করে দিবে।


আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে। পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পোস্ট সম্পর্কে আপনার মতামত লিখুন নিচে কমেন্ট বক্সে

Comments