কিভাবে নতুন পাসপোর্ট করতে হয়

বাংলাদেশের বাইরে যে কোন দেশে বেড়াতে যেতে চাইলে সর্বপ্রথম যা লাগবে তা হলো পাসপোর্ট। তাই প্রথমে আপনাকে রেডি করতে হবে আপনার পাসপোর্ট। আসুন জেনে নেই কিভাবে নতুন পাসপোর্ট করতে হয় অথবা পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে কিকরবেন।

Step-1: Pay Passport Fee in Bank

আপনার প্রথম কাজ হলো ব্যাংকে টাকা জমা দেয়া। এটা নতুন এবং পুরানো সবার জন্য প্রযোজ্য।

কোন ব্যাংকে টাকা জমা দিবেন?
যেকোন সোনালী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। এছাড়া নিচের ৫টি ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন। ব্যাংকগুলো হলো -
১) ওয়ান ব্যাংক
২) ট্রাস্ট ব্যাংক
৩) ব্যাংক এশিয়া
৪) প্রিমিয়ার ব্যাংক
৫) ঢাকা ব্যাংক
ব্যাংক থেকে একটা ছোট ফর্ম নিয়ে পুরন করে টাকা সহ কাউন্টারে জমা দিবেন। কত টাকা জমা দিবেন?


Passport Fee in Bangladesh

দুই রকম ফি আছে - 

১) সাধারনঃ অর্থাৎ ফর্ম জমা দিলে পাসপোর্ট পেতে ২১ দিন সময় লাগবে।
ফি - ৩৪৫০ টাকা
২) জরুরীঃ  অর্থাৎ ফর্ম জমা দিলে পাসপোর্ট পেতে ১ সপ্তাহ বা তার কম সময় লাগবে।
ফি - ৬৯০০ টাকা

আপনার সময়ের চাহিদা অনুযায়ী ফি জমা দিবেন

আর যাদের এখনো আগের analog পাসপোর্ট আছে এখনো MRP করেননি, তারা ইচ্ছা করলে সম্পুর্ন নতুন পাসপোর্ট করতে পারেন অথবা যদি আগের পাসপোর্ট রাখতে চান সেক্ষেত্রে আপনাকে মেয়াদ উত্তীর্ণ প্রতিবছরের জন্য ৩৪৫ টাকা বাড়তি দিতে হবে। অর্থাৎ ৮ বছর হলে তাকে ৩৪৫ X ৮ = ২৭৬০ টাকা অতিরিক্ত দিতে হবে।


আর মনে রাখবেন যার MRP পাসপোর্ট এর মেয়াদ শেষ, সে আগের পাসপোর্ট বাদ দিয়ে নতুন করে পাসপোর্ট করতে পারবেন না। তাকে মেয়াদ বাড়াতে রিইস্যু করতে হবে। তাই আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই রিইস্যু করে নিবেন নইলে আপনাকেও প্রতিবছরের জন্য ৩৪৫ টাকা বাড়তি দিতে হবে

টাকা জমা হলে ব্যাংক সীল দিয়ে রশিদ আপনাকে ফেরত দিবে। যত্ন সহকারে রশিদটি নিয়ে চলে আসুন।
প্রথম ধাপের কাজ শেষ হলো


Step-2: Fill the Passport Form

এখন আপনাকে ফর্ম পুরন করতে হবে। আপনি দুই ভাবে ফর্ম পুরন করতে পারেন।
১) অনলাইন
২) ফর্ম হাতে পুরন করে

আমি দ্বিতীয় অপশনকে পছন্দ করি, কারন বলছি এর আগে জেনে নিন কিভাবে অনলাইনে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। প্রথমে এই লিন্কে গেলে একটা পেইজ ওপেন হবে।


Bangladesh Online Passport Apply


সেখানে নিচে গেলে বাম পাশে একটি বক্স দেখতে পাবেন। সেখানে ক্লিক করে টিক চিন্হ দিন এরপর ডানে “Continue to Online Enrolment“এ ক্লিক করুন।

online-passport-bangladesh

নতুন পেইজ ওপেন হবে। সেখানে পুরন করে চেক করে সাবমিট দিবেন। একটা PDF ফাইল Save করবেন। এরপর ঐ ফাইলকে প্রিন্ট করে বাকি কাজ (আমি পরে বলছি) সেরে জমা দিতে যাবেন। এখন বলছি কেন আমি ২ নং অপশনকে পছন্দ করি। কখনো ফর্মের ঐ পেইজ ডাউন থাকতে পারে। তখন দেখাবে 

online-passport-bangladesh

তখন আপনাকে বাধ্য হয়ে দ্বিতীয় অপশনে যেতে হবে। তাছাড়া আপনি অনলাইন ফর্ম পুরন করে সাবমিট করলেন আর যদি কোন ভুল হয়, তা ঠিক করতে পারবেন না এবং ১৫ দিনের মধ্যে আবার ফর্ম পুরন করতেও পারবেন না। তখন আপনাকে বাধ্য হয়ে দ্বিতীয় অপশনে যেতে হবে। শুধু তাই নয়, অনলাইন ফর্ম পুরন করার পর আপনাকে পুরন করা ফর্ম প্রিন্ট করে নিজেকেই জমা দিয়ে আসতে হবে। আর দ্বিতীয় অপশনে আপনি ফর্ম সংগ্রহ করে হাতে পুরন করে জমা দিয়ে আসুন।

ফর্ম কোথায় পাবেন?

Bangladeshi Passport Form

ফর্ম দুই রকমের হয়

১) DIP Form – ১. যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য
২) DIP Form – 
২. যারা পাসপোর্টের মেয়াদ বাড়াবেন অথবা পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন

ফর্ম বিনামুল্যে পাসপোর্ট অফিসে পাবেন অথবা নিচের লিন্ক এ ক্লিক করলে PDF ফাইল ওপেন হবে। আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করতে পারেন অথবা সেইভ করে পরে প্রিন্ট করতে পারেন



আপনার যে ফর্ম দরকার তা ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এবার হাতে পুরন করুন।

যারা নতুন পাসপোর্ট করবেন অর্থাৎ DIP Form- ১ পুরন করবেন, ফর্মের ৪ নং পেইজ এ “প্রত্যয়ন” “Certification” অংশে সত্যয়িত ব্যক্তির তথ্য তার নিজের পুরন করতে হবে। 


Step-3: Necessary Papers for Passport

ফর্মের সাথে অন্যান্য যা সংযোজন করতে হবে -

যারা নতুন পাসপোর্ট করবেন:

১. DIP Form-
২. এককপি পাসপোর্ট সাইজ ছবি আঠা দিয়ে ফর্মের উপর লাগাতে হবে তারপর এর উপর সত্যায়িত করাতে হবে। (সত্যায়িত এমন ভাবে করাতে হবে যেন বাইরে থেকে সাইন করতে করতে সামান্য অংশ ছবির উপর এসে পরে)।
অপ্রাপ্ত বয়সের (১৫ বছরের কম) ক্ষেত্রে প্রার্থীর সাথে বাবা মা উভয়ের পাসপোর্ট সাইজ ছবি আঠা দিয়ে ফর্মের উপর লাগাতে হবে তারপর এর উপর সত্যায়িত করাতে হবে।
৩. টাকা জমা দেয়ার ব্যাংক রশিদটি ফর্মের উপর আঠা দিয়ে লাগাতে হবে।
৪. আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ পত্র এর ফটোকপি সত্যায়িত
৫. পেশাগত সনদ পত্র এর ফটোকপি সত্যায়িত


পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে:

১. DIP ফর্ম - ২
২. পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি সত্যায়িত
৩. আগের পাসপোর্ট সংগে আনতে হবে
৪. তথ্য পরিবর্তন করতে চাইলে তার সপক্ষে নথিপত্র এর ফটোকপি সত্যায়িত
৫. স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাইলে DIP ফর্ম- ১ পুরন করে আনতে হবে
৬. নাম ও জন্ম তারিখ পরিবর্তন করতে চাইলে শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয় পত্রের সনদ এর ফটোকপি সত্যায়িত করে আনতে হবে
৭. পুর্বের পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি করে জিডির মুলকপি আনতে হবে


Step-4: Papers Submit in Passport Office

সব কাগজ প্রস্তুত হলে চলে যান পাসপোর্ট অফিসে। আগে আমরা পাসপোর্ট অফিস বলতে শুধু আগারগাও বুঝতাম। কিন্তু এখন বাংলাদেশে অসংখ্য পাসপোর্ট অফিস আছে। আপনি আপনার স্থায়ী ঠিকানার কাছের পাসপোর্ট অফিস যেয়ে জমা দিতে পারবেন। চলুন দেখে নেই পাসপোর্ট অফিস সমুহ –

Passport Offices in Bangladesh

* Uttara, Dhaka

* Plot No-21/B, Road No-16, Sector-02, Jhilmil Residential Project Area, Teguria, South Keranigonj, Dhaka

* Cantonment, Dhaka

* Bagerhat

* Bandarban

* Barguna

* Bhola

* Bogra

* Brahmanbaria

* Chandpur

* Chapai Nawabganj

* Panchlish, Chittagong

* Chuadanga

* Comilla

* Cox’s Bazar

* Dinajpur

* Faridpur

* Feni

* Gaibandha

* Gazipur

* Gopalganj

* Hobiganj

* Jessore

* Jamalpur

* Jhlokathi

* Jhenaidah

* Joypurhat

* Khagrachhari

* Kishoreganj

* Kurigram

* Kushtia

* Lalmonirhat

* Madaripur

* Magura

* Manikganj

* Meherpur

* Moulovibazar

* Munshiganj

* Mymensingh

* Naogaon

* Narsingdi

* Narail

* Narayanganj

* Natore

* Netrokona

* Nilphamari

* Noakhali

* Pabna

* Panchagarh

* Patuakhali

* Pirojpur

* Rajbari

* Rangamati

* Shariatpur

* Shatkhira

* Sirajganj

* Sunamganj

* Tangail

* Thakurgaon


Step-5: Collect Passport

ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষ। আপনাকে একটি রশিদ দিবে।

শুধুমাত্র নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করতে লোক আসবে। তাদের হাতে ০ টাকা ঘুষ দিতে হবে। তারা টাকা পেলে খুশি মনে চলে যাবে। কোন প্রশ্ন করবে না। পাসপোর্টের এতো উন্নতি শুধু এই অংশটুকু সেকেলে রয়ে গেছে। আশা করি একদিন এ সমস্যার সমাধান হবে

যেদিন পাসপোর্ট দেয়ার ডেইট, এর মাঝে আপনার কাছে মোবাইলে SMS আসবে যে আপনার পাসপোর্ট রেডি। যদি না আসে তাহলে আপনি নিজেই চেক করতে পারবেন
MRP (Space) (আপনার রশিদে বারকোডের নিচের ID) লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে যেকোন মোবাইল থেকে
রেডি মেসেজ পেলে পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।


আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে। পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পোস্ট সম্পর্কে আপনার মতামত লিখুন নিচে কমেন্ট বক্সে

Comments